রাষ্ট্রপতির কাছে বিচার চাইলেন যৌন নিপীড়নের শিকার জবি শিক্ষার্থী মিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ১৫:০৯
অ- অ+

বিচার চেয়ে লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন যৌন নিপীড়নের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ৩য় ব্যাচের ছাত্রী কাজী ফারজানা মিম।

বুধবার বঙ্গভবনে তিনি এই আবেদনপত্র জমা দেন।

মিম তার অভিযোগে উল্লেখ করেন, বুলিং ও যৌন নির্যাতনের শিকার হওয়ার পর বিচার চেয়ে ২০২১ সালের ডিসেম্বরে ভিসি বরাবর একটি আবেদন করেছিলেন। বর্তমান ভিসি ওই সময় যৌন হয়রানি প্রতিরোধ সেলের দায়িত্বে ছিলেন।

তবে সেই আবেদনের এখনও কোনো সমাধান না হলেও উলটো যৌন নিপীড়নকারী শিক্ষক এবং তার সমর্থনে বিভাগের চেয়ারম্যান তাকে অনার্স পরীক্ষায় একাধিক বিষয়ে ফেইল করিয়েছেন।

অভিযুক্ত শিক্ষকেরা তাকে বহিষ্কারের ভয়ভীতি, পরীক্ষার ফেইল করানো, অন্যান্য শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন করে মানসিকভাবে নির্যাতন ও মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছে বলে রাষ্ট্রপতির কাছে করা আবেদনে উল্লেখ করা হয়।

এ থেকে পরিত্রাণ পেতে এবং বুলিং ও যৌন নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচার এবং প্রশাসনের জবাবদিহিতার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে কাজী ফারজানা মিম রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। তাকে ফেল করানো বিষয়গুলো রাষ্ট্রপতির নির্ধারিত বিশেষ কমিটির মাধ্যমে পুনঃবিবেচনা করার দাবিও জানান তিনি।

(ঢাকাটাইমস/২০মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা