খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে এসময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না ও ঢাকায় থেকে চিকিৎসা নিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আগামী ২৪ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে। গত ৬ মার্চ তার পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা ফের আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়। এরপর সেটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে সাতবার মুক্তি দেওয়া হয়েছিল। সেটার সময় শেষ হয়ে আসায় পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আমরা তাকে আগের মতো দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধির সুপারিশ করেছি। শর্তগুলো হলো তিনি ঢাকায় থেকে চিকিৎসাগ্রহণ করবেন এবং ওই সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবেদন সংক্রান্ত নথি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এরপর সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাসপাতালে নিতে হচ্ছে।
দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে।
ঢাকাটাইমস/২০মার্চ/ইএস

মন্তব্য করুন