কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট গ্রেপ্তার, জাল সার্টিফিকেট কারখানার সন্ধান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৪, ১২:২৬| আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার জাল সার্টিফিকেট ও মার্কশিট তৈরির নিজস্ব কারখানার সন্ধান মিলেছে।
সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
ডিবি বলছে, অভিযানে জাল সার্টিফিকেট, মার্কশিট তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। রাজধানীর আগারগাঁও এবং পীরেরবাগে যৌথ এ অভিযান চলছে।
অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে ডিবি জানিয়েছে।
(ঢাকাটাইমস/০১এপ্রিল/এসএস/এফএ)

মন্তব্য করুন