রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২০, মামলা ১৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮৩১ পিস ইয়াবা, দুই কেজি ৪০০ গ্রাম গাঁজা, এক হাজার ৪৫ গ্রাম হেরোইন ও ৫০টি ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/এমআই/ইএস)

মন্তব্য করুন