ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোর প্রয়োজন মনে করছে না রাশিয়া: জাখারোভা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৩:৩০ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৪, ১৩:২১
রাশিযার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ফাইল ছবি

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানানোর প্রয়োজন মনে করছে না রাশিয়া। রুশ এই কূটনীতিক ব্যাখ্যা করেছেন, ইসরায়েল কখনো রাশিয়ান বেসামরিক নাগরিকদের ওপর ইউক্রেনের হামলার নিন্দা করেনি। ঠিক তাই রাশিয়াও ইরানি হামলার নিন্দা জানায়নি।

রাশিয়ায় ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হ্যালপেরিন রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে বলেছিলেন, রাশিয়া ইসরায়েলি ভূখণ্ডে অভূতপূর্ব ইরানি হামলার নিন্দা করবে বলে আশা করে তার দেশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ইরানের প্রচেষ্টাকেও মস্কো বাধা দিবে বলে প্রত্যাশা করেন তিনি।

ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন মন্তব্যের জবাবে রবিবার টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে জাখারোভা বলেন: ‘সিমোনা, আমাকে মনে করিয়ে দিন যখন ইসরায়েল রাশিয়ার অঞ্চলে কিয়েভের হামলার নিন্দা করেছিল? আপনি জানেন না? আমিও না। সুতরাং ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানানোর প্রয়োজন মনে করছে না রাশিয়া।’

এদিকে রবিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মস্কো এই অঞ্চলে আরেকটি বিপজ্জনক বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা জড়িত সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাই। আমরা আশা করি, আঞ্চলিক দেশগুলো রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করবে।’

প্রসঙ্গত, গত অক্টোবরে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। তবে গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কূটনৈতিক মিশনে হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুদস ফোর্সের সাতজন কর্মকর্তা নিহত হয়, যার মধ্যে দুই উচ্চপদস্থ জেনারেল ছিল।

প্রতিক্রিয়ায় শনিবার গভীর রাতে ইসলামিক বিপ্লব গার্ড কর্পস এবং অন্যান্য সশস্ত্র বাহিনী ইসরায়েল-অধিকৃত অঞ্চলগুলোতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

সূত্র: আরটি

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :