মিল্টনের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা, আরও দুটির প্রস্তুতি

কথিত মানবসেবার নামে প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করে। এছাড়া আরও দুটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ।
তিনি বলেন, “পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। আরও দুটি মামলার প্রস্তুতি চলছে। যেগুলো মারামারি ও প্রতারণার বিষয়ে হতে পারে। এ দুটো পুলিশ বাদী হয়ে করছে না। ভুক্তভোগীরা করবেন।”
মানিলন্ডারিং আইনে কোনো মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয় ডিবি পুলিশ ভালো বলতে পারবে। কারণ তারা মামলাটি তদন্ত করছে। আমরা করলে মানিলন্ডারিং বিষয়ে সিআইডিকে নোট দিতাম।”
এর আগে বুধবার রাতে মিল্টনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে বৃদ্ধাশ্রম খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অসহায় মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গ বিক্রির অভিযোগ আছে।
মিরপুরের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে আটকের পর বুধবার সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ বলেন, “মিল্টনের বিরুদ্ধে অনেকগুলো সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে মানবপাচার, বাচ্চা শিশুর ওপর হামলা, দুটি টর্চার সেল গঠনের মতো অভিযোগ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।”
মিল্টনের উত্থান প্রসঙ্গে ডিবিপ্রধান বলেন, “বরিশালের উজিরপুরে বাড়ি মিল্টনের। সেখানে নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়েন তিনি। এরপর ঢাকায় এসে একটি দোকানে ওষুধ বিক্রি করতেন। সেখান থেকে তার উত্থান।”
(ঢাকাটাইমস/০২মে/এসএস/এফএ)

মন্তব্য করুন