ভুয়া মৃত্যু সনদ বানিয়ে নিজেই সিটি করপোরেশনের সিল-সই দিতেন মিল্টন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, “সিটি করপোরেশনের সনদ ছাড়াই রাতের আঁধারে মরদেহ দাফন করতেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। এমনকি তিনি নিজেই মৃত্যু সনদ লিখে সিটি করপোরেশনের সিল ও সই দিতেন।”
এ বিষয়ে মিল্টনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান হারুন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
হারুন অর রশীদ বলেন, “মিল্টন সমাদ্দারকে আমরা গতকাল রাতে গ্রেপ্তার করেছি। ইতোমধ্যে তিনটি মামলা হবে। তার মধ্যে রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলো আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”
দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, “রাতের আঁধারে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন। সিটি করপোরেশনের সিল নিজেই মারতেন। সেই কাগজগুলো আমরা উদ্ধার করেছি। লাশ দাফন করার ক্ষেত্রে সিটি করপোরেশনের সনদ তিনি নিতেন না। নিজেই লিখে সাইন করতেন। সিলসহ কাগজ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুজন ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আছেন। দ্রুতই সেগুলো নথিভুক্ত হবে।”
মিল্টনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে হারুন বলেন, “মিল্টনকে রিমান্ডে আনার পরে তার স্ত্রীকেও ডাকব। তবে কোনো ভুক্তভোগী যদি মামলা করেন তাহলে তার স্ত্রীকেও আমরা গ্রেপ্তার করব।”
(ঢাকাটাইমস/০২মে/এসএস/এফএ)

মন্তব্য করুন