রাশিয়া-চীন সম্পর্ক অন্যান্য দেশের জন্য হুমকি নয়: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০২৪, ১২:০২

রাশিয়া ও চীনের মধ্যে উষ্ণ সম্পর্ককে অন্য কোনো দেশের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, পুতিন বৃহস্পতিবার দুদিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন। যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন, এশিয়া, শক্তি এবং বাণিজ্য নিয়ে বিশদ আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট। গত মার্চ মাসে পঞ্চম মেয়াদে প্রেসিডেন্টের দ্বায়িত্ব নেওয়ার পর পুতিনের প্রথম বিদেশ সফর এটি।

বেইজিং সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় পুতিন বলেন ‘এটি একেবারেই গুরুত্বপূর্ণ যে রাশিয়া-চীন সম্পর্ক কারও বিরুদ্ধে লক্ষ্য নয়, বরং আমাদের সহযোগিতা আন্তর্জাতিক মঞ্চে স্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ।’

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘মস্কোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক “বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায়” অবদান রাখে।’

বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে পুতিনের জন্য একটি স্বাগত অনুষ্ঠানে শি আরও বলেন, ‘চীন-রাশিয়া সম্পর্কের স্থিতিশীলতা এবং উন্নয়ন শুধুমাত্র উভয় দেশ এবং তাদের জনগণের মৌলিক স্বার্থই পূরণ করে না বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখে।’

আরটি বলছে, একদিকে রাশিয়া এবং চীন এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিকজোট ন্যাটোর মধ্যে অভূতপূর্ব উত্তেজনার মধ্যে পুতিনের এই সফরটি এলো। কারণ ইউক্রেনের সংঘাত এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের তৎপরতা নিয়ে মস্কো এবং বেইজিং উভয়ই পশ্চিমাদের চাপের সম্মুখীন হচ্ছে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সম্প্রতি চীনকে প্রধান দেশ যে রাশিয়াকে তার আগ্রাসন-যুদ্ধ পরিচালনা করতে সহায়তা করছে বলে উল্লেখ করেছেন।

একদিকে চীন ইউক্রেন সংকটের জন্য রাশিয়াকে দায়ী করতে অস্বীকার করেছে এবং পরিবর্তে যুক্তি দিয়েছে যে ন্যাটোর ক্রমাগত সম্প্রসারণ এবং ওয়াশিংটনের ‘ঠান্ডা-যুদ্ধের মানসিকতা’ বর্তমান সংঘাত বৃদ্ধির মূল কারণ।

চীন বারবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার জন্য পশ্চিমা চাপ প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞাকে একতরফা এবং অবৈধ বলে অভিহিত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে বলেছে, ‘অন্যের ওপর দোষ চাপানোর সময় আগুনের আগুনে জ্বালানি দেওয়া, এটা নিছক ভণ্ডামিপূর্ণ এবং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে, মস্কোর সঙ্গে সুসম্পর্ক ‘অঞ্চল ও বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য সহায়ক।’

(ঢাকাটাইমস/১৬মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েল, চার বিদেশিসহ নিহত ৫

ব্রাজিলে ২য় গ্র্যান্ড প্রিক্স সোশ্যাল অ্যাওয়ার্ড জিতেছে ইরানের 'প্যারিসান'

আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামরিক বাজেট দ্বিগুণ বাড়াচ্ছে ইরান

লেবাননের বালবেক অঞ্চলের দুটি শহরে আরও হামলা, নিহত ১৯

স্পেন কয়েক দশকের সবচেয়ে মারাত্মক বন্যার সঙ্গে লড়াই করছে, মৃতের সংখ্যা বেড়ে ৯৫

উত্তর কোরিয়া কি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে? কী মনে করছে দক্ষিণ?

লেবাননের আরও একটি শহর খালি করার নির্দেশ ইসরায়েলের 

স্পেনে আকস্মিক বন্যা, মৃতদেহ উদ্ধার

গাজায় ইসরায়েলের হামলায় ১৪৩ জন নিহত

কৃষিপণ্য রপ্তানিতে ইরানের সাফল্য, সাত মাসে বেড়েছে ২৮ শতাংশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :