চট্টগ্রাম টেস্ট: ৪৮ রানেই ৮ উইকেট নেই বাংলাদেশের 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১০:২৭| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৫৪
অ- অ+

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন আরও চার টাইগার ব্যাটার। তাদের দ্রুত বিদায়ে ৪৮ রানেই ৮ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর)আগের দিনের ৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আগের দিনের ব্যাটিং ব্যর্থতা আজও বহাল রাখেন টাইগার ব্যাটাররা। শুরুটা করেন নাজমুল হোসেন শান্ত।

১৭ বলে মাত্র ৯ রান করে কাগিজো রাবাদার বলে কাইল ভেরেইনার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শান্ত। তার বিদায়ে ৪৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

শান্তর বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে গেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। রানের খাতা খোলার আগেই ডেইন পিটারসনের বলে মিড উইকেটে টনি ডি জর্জির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মুশফিক।

মুশফিকের বিদায়ের পর এক ওভারেই সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। মিরাজ ৩ বলে ১ রান ও অঙ্কন ২ বলে শুন্য রান করে ফিরে গেলেন সাজঘরে। এই চার ব্যাটারের দ্রুত বিদায়ে ৪৮ রানেই ৮ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিন প্রোটিয়া ব্যাটার। টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরি আর ডেভিড বেডিংহাম ও সেনুরান মাথুসামির জোড়া অর্ধশতকে ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

এরপরেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের বোলিং তোপে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/ ৩১অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ তাপমাত্রা বাড়বে সারা দেশে, তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা