পিএসসির আরও ৫ সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ২১:২৭
অ- অ+

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও পাঁচজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগ প্রাপ্ত সদস্যরা হলেন—ব্রিগেডিয়ার জেনালেল (অব.) ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এএসএম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ড. এম সোহেল রহমান।

সংবিধানের ১৩৮(১) প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রতি তাদের নিয়োগ দেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।

এরআগে গত ৯ অক্টোবর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে নিয়োগ দেওয়া হয় কমিশনের চার সদস্য।

সেসময় নিয়োগ পাওয়া সদস্যরা হলেন– নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ।

গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

উল্লেখ্য, বিগত শাসনামলে নিয়োগ পাওয়া চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য গত ৮ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানের ৮ শহীদের গেজেট বাতিল
রাজবাড়ীতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অস্ত্র ও ককটেল উদ্ধার
একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থি : গণঅধিকার পরিষদ
ছাত্র-জনতা পরিবহনে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লাখ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা