সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে দেশি-বিদেশি কত মুদ্রা উদ্ধার করা হলো?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৫৪
অ- অ+

আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ কনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানিয়েছে, অভিযানকালে আব্দুস শহীদের বাসা থেকে তিন কোটিরও বেশি টাকা, ডলার ও ভারতীয় রুপিসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। এছাড়া স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান সাবেক কৃষিমন্ত্রীকে গ্রেপ্তারের তথ্য জানালেও তার বাসা থেকে মুদ্রা স্বর্ণ জব্দের বিষয়ে কোনো তথ্য দেননি। তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালাই। পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়।”

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে মৌলভীবাজার-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। আব্দুস শহীদ সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পান।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা