সিনেমা দেখা শেষে হলের মধ্যেই ভিলেনকে পেটালেন নারী দর্শক!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১২:২৫
অ- অ+

নিজের সিনেমা ‘লাভ রেড্ডি’র স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন তেলুগু অভিনেতা এনটি রামাস্বামী। ঘটনাস্থল হায়দরাবাদ। সেখানকারই একটা সিনেমাহলে চলছিল সিনেমাটি। সবকিছু ঠিকই ছিল। দর্শকও খুশি মনে সিনেমা দেখছিলেন।

সিনেমার দৃশ্যে এক মহিলার সঙ্গে বচসায় জড়তে দেখা যায় রামাস্বামীকে। তখন তাকে বড় একটা পাথর ওই মহিলার দিকে ছুড়ে দিতে দেখা যায়। এমন একটা সিনেমা দেখে উপস্থিত দর্শক অনুরাগীরা তখন বিভোর।

তারপর একটা সময় সিনেমাটি শেষ হলো। এরপরই এক এক করে মঞ্চে উঠলেন তেলুগু অভিনেতা এনটি রামাস্বামীসহ সিনেমাটির অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরা। তখনই ঘটে বিপত্তি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, সিনেমা শেষে এনটি রামাস্বামী অভিনেতা অঞ্জন রামচন্দ্র এবং শ্রাবণী কৃষ্ণবেণীসহ কলাকুশলীরা দর্শকদের সঙ্গে কথা বলার জন্য মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। সবাই তাদের অভিনয়ের জন্য অভিবাদন জানাচ্ছেন।

এমন সময় হঠাৎই ধড়মড়িয়ে মঞ্চে ওঠের এক মহিলা দর্শক। আচমকা তিনি রামাস্বামীর দিকে তেড়ে যান। কলার ধরে মারধর শুরু করে দেন। আকষ্মিক ঘটনায় সকলেই তখন হতবাক। সকলেই তাকে টেনে সরানোর চেষ্টা শুরু করেন।

তবে ওই মহিলা এতটাই চটেছিলেন, কিছুতেই তাকে সরানো যাচ্ছিল না। কিছু দর্শককেও তখন মঞ্চে উঠে আসতে দেখা যায়। সকলেই ক্ষুব্ধ ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেন, ‘এটা আসলে সিনেমা, বাস্তবে এনটি রামাস্বামী এমটা করেননি, বোঝার চেষ্টা করুন।’

‘লাভ রেড্ডি’ সিনেমাটি স্মরণ রেড্ডির লেখা ও পরিচালিত। মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এই সিনেমায় বহু বছরের পুরনো প্রেমের গল্প এক অনন্য রূপে তুলে ধরা হয়েছে। গল্পের প্রেক্ষাপট নারায়ণ রেড্ডিকে কেন্দ্র করে, যিনি কিনা তার অনিশ্চিত রোমান্টিক জীবনে জটিল আবেগকে তুলে করেন।

সিনেমায় এনটি রামস্বামীর চরিত্রটি খলনায়কের। তিনি কিনা গল্পের কেন্দ্রীয় চরিত্রের মধ্যে সমস্যার কারণ হয়ে দাঁড়ান। গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে এই সিনেমা। স্বল্প বাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও এটি দর্শকদের প্রশংসা পেয়েছে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা