মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:১৯
অ- অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

বৃহম্পতিবার দুপুরে মমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার টেলিহাটি উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়ার শংকরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৫০)।

ডা. মুন জানান, মৃত সাজেদা খাতুন গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর বুধবার রাত ১১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডেঙ্গু জ্বর ছাড়াও ফুসফুসের ইনফেকশন রোগে ভুগছিলেন। অপরদিকে আঃ সাত্তার বুধবার হাসপাতালে ভর্তি হয়ে আজ ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনিও ডেঙ্গু জ্বরের পাশাপাশি কিডনির রোগে ভুগছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৩ জন, ৫ জন মহিলা ও একজন শিশু রয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২১ জন। ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা