জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার ঘোষণা হাসনাত আবদুল্লাহর

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ২১:১৮| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২২:২০
অ- অ+

রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টির অফিসের সামনে বৈষম্যবিরোধী কৃষক-শ্রমিক-জনতা'র মশাল মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন এমন অভিযোগ এনে তাদের নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসনাতের ঘোষণা মোতাবেক রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে রাত ৮টা ৪০মিনিটের দিকে তারা কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন৷

হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লিখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয় নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

হাসনাত আবদুল্লাহ কর্মসূচি ঘোষণা করে লিখেন, ‘রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয় নগরে মুভ করব। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্য সামনে দিয়ে টিএসসি মেট্রোরেল স্টেশন-দোয়েল চত্বর হয়ে বিজয় নগরের উদ্দেশ্যে যাত্রা করেন।

এসময় তাদের– একটা একটা জাপা ধর, ধইরা ধইরা জেলে ভর; জাপা-লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে; প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এসকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, দুপুরে গণঅনশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা