প্রকাশ্যে ‘রঙিলা কিতাব’ এর রোমাঞ্চকর ট্রেলার, ফিডব্যাকের অপেক্ষায় পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ২২:২৯| আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২৩:১৫
অ- অ+

আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে আলোচিত নায়িকা পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার।

অনম বিশ্বাসের পরিচালনায় ‘রঙিলা কিতাব’ সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এতে তার বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এদিন ফিল্ম আর্কাইভে হাজির হয়েছ সেখানেই উপস্থিত ছিলেন পরিমনি, পরিচালক অনম বিশ্বাসসহ সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা।

দুই মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। এক পর্যায়ে প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরীমনি বলেন, 'রঙিলা কিতাব আমার প্রথম ওয়েবসিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেলার মুক্তি পেল, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা।'

নির্মাতা অনম বিশ্বাস বলেন, 'আশা করছি ট্রেলারটি দর্শক পছন্দ করবে। সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি।' (ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা