জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া সোহেল গ্রেপ্তার, আছে হত্যাসহ ১৮ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৪৩
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেলকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশান ব্যাটেলিয়ন (র‍্যাব)। মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলাসহ, অপহরণ, চাঁদাবাজি, মাদকের ১৮টি মামলার পলাতক আসামি এই বুনিয়া সোহেল।

বৃহস্পতিবার সিলেট তাকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাবের একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

সুত্রের দেওয়া তথ্যমতে, এদিন বিকালে সিলেট থেকে বুনিয়া সোহেলসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের ঢাকায় আনা হচ্ছে।

বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপেরর মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ তারা লুট করে ক্যাম্পে নিয়ে আসে দুই পক্ষই। সাম্প্রতিক কয়েকটি সংঘাতে এসব অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুঁড়তে দেখা গেছে সংঘাতে জড়ানো দুই পক্ষকেই। গোলাগুলিতে দুই মাসে নিহত হয়েছেন পাঁচ জন। আহত হয়েছেন এক শর বেশি মানুষ।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা