তাড়াশে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন (৮) ও ইসা খাতুন (৫) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বেলা তিনটার দিকে তাড়াশ পৌর এলাকার কোহিত তেঁতুলিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়াফি খাতুন এবং ইসা খাতুন ওই মহল্লার হযরত আলীর মেয়ে ও পৌর কাউন্সিলর মো. রব্বেল আহমেদের নাতনি।
স্থানীয়রা জানান, শিশু দুটি দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে কাজকর্মে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে তারা দুই বোন সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে ও পানিতে তলিয়ে যায়। পরে বেলা দুইটার দিকে শিশু দুটিকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে দুই বোনকে উদ্ধার করা হয়। পরে শিশু দুটিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/পিএস)