ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৪, ১৫:০৯| আপডেট : ০৯ জুন ২০২৪, ১৫:৪৪
অ- অ+

ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিনটি গাঁজা গাছসহ কেশব দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকালে জেলার সদরপুর উপজেলার বাইশরশি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কেশব দাস ওই গ্রামের মৃত শংকর দাসের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে কেশবের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।

শামীম হোসেন গণমাধ্যমকে জানান, মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা শাখার কর্মকর্তা তদন্ত করবেন। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের ধারা আগামীতে আরও জোরদার করা হবে।

(ঢাকাটাইমস/০৯জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা