ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিনটি গাঁজা গাছসহ কেশব দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকালে জেলার সদরপুর উপজেলার বাইশরশি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কেশব দাস ওই গ্রামের মৃত শংকর দাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে কেশবের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।
শামীম হোসেন গণমাধ্যমকে জানান, মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা শাখার কর্মকর্তা তদন্ত করবেন। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের ধারা আগামীতে আরও জোরদার করা হবে।
(ঢাকাটাইমস/০৯জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন