কালো মেঘ, বৃষ্টি ও নীল শাড়ি

পূরবী গুপ্তা, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৪, ১৮:৩৭| আপডেট : ১৩ জুন ২০২৪, ২০:০৭
অ- অ+

কালো মেঘ, বৃষ্টি ও নীল শাড়ি

পূরবী গুপ্তা

আকাশ ঢেকেছে কালো মেঘে-

শ্রাবণের বারি ঝরছে অঝোরে।

সেজেছি নীল শাড়ি আর নীল টিপে, হাতে পরেছি নীল চুড়ি।

ভিজব আজ মন কেমনের দিনে-

এই বারিষে মনের যত কালো মেঘ ভাসিয়ে দেবো যত্ন করে।

বলি, আকাশের মতো আমার মনেও আছে কালো মেঘ।

জানালার পাশে দাঁড়িয়ে-

বৃষ্টির সাথে কথা বলি, মেঘের ওপর যাই হারিয়ে

মনের দুঃখ ভাসিয়ে দেবো নৌকা ভরে,

সাজাব এবার নিজেকে নতুন করে,

দুঃখটাকে পুষব না আর যত্ন করে।

বারিষ শেষে আকাশ উঠে সেজেগুজে,

প্রকৃতি শুভ্র হয় যেই ছাই সাদা রঙে-

তা থেকে একটু নিয়ে মাখব চুড়িদারে,

মন রাঙিয়ে চলব বাদল দিনের আকাশের মতো করে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
হঠাৎ 'আত্মগোপনে' পালং মডেল থানার পরিদর্শক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা