ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন ঈদে বাড়ি ফেরা ঘরমুখো মানুষ। শনিবার (১৫ জুন) ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারজুড়ে যানজটের তথ্য পাওয়া গেছে। মাঝেমধ্যে ধীরগতিতে থেমে থেমে চলছে গাড়িগুলো।
পরিবহনের চাপের কারণে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে দীর্ঘ সময় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়কের যানজট বেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো উত্তরের যাত্রী ও চালকরা।
পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হলে সেগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়। এছাড়া সেতুর ওপর দুর্ঘটনা রোধ ও সেতুর ধারণক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করলে যানজটের সৃষ্টি হয়ে টোল বুথের সামনে গাড়ির সারি চলে আসে। এতে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোররাত থেকে এখন পর্যন্ত মহাসড়কে পরিবহনের ধীরগতি রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরের ১৬টিসহ মোট ২১টি জেলার প্রায় ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ঈদের সময় এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এতে বিপুল সংখ্যক গাড়ি একসঙ্গে সেতু পার হতে গিয়ে বাধে বিপত্তি। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।
(ঢাকাটাইমস/১৫জুন/কেএম)

মন্তব্য করুন