বরগুনায় ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ বরযাত্রী নিহত

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৪, ১৫:২৮| আপডেট : ২২ জুন ২০২৪, ২০:১৭
অ- অ+

বরগুনার আমতলিতে ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে নয়জন নিহত হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০ জনকে। শনিবার দুপুরে আমতলি উপজেলার হলুদিয়া ইউনিয়নের কাওরা খালের ওপর নির্মিত হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আমতলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হানিফ রাত ৮টার দিকে ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকাল ৫টার দিকে মো. হানিফ ঢাকা টাইমসকে ১২ জন নিহত এবং তিনজন নিখোঁজের তথ্য জানান। এ তথ্য ভুল ছিল জানিয়ে রাত ৮টায় তিনি বলেন, বরযাত্রী বহনকারী গাড়িটিতে ১৯ জন যাত্রী ছিল। এর মধ্যে নয়জনের মরদেহ এবং ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই কর্মকর্তা জানান, আগের তথ্য জানানো হয় দুর্ঘটনা কবলিত গাড়ির লোকজনের বরাত দিয়ে, যা সঠিক ছিল না।

মো. হানিফ বলেন, ব্রিজটির মাঝামাঝি অংশে ভেঙে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসটি খালের মধ্যে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করে।

(ঢাকা টাইমস/২২জুন/পিএস/ইএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা