ফরিদপুরে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার তাগিদ ঢাকা বিভাগীয় কমিশনারের

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৪, ১৩:০০
অ- অ+

ফরিদপুরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘শুধু ভালো ছাত্র আর ভালো অফিসার হলেই হবে না, সমাজের মানুষের কাছে প্রকৃত ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। শুধু পদ দখল করলেই হবে না, সেটি শেষ জীবনে কল্যাণ বয়ে আনবে না।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সাবিরুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষার্থীদের মূল ভিত্তি তৈরি করে স্কুল। আমাদের পাবলিক স্কুলগুলোতে যে শিক্ষাটা দেওয়া হয়, সেটি ভবিষ্যৎ জীবনের সহায়ক হয়।’

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, ‘আমাদের জনবল কাঠামো ও মানব সম্পদ দক্ষ করে তুলতে হবে। সেটি করতে না পারলে আমরা পিছিয়ে যাবো। তাই ভালো ছাত্র গড়ার পাশাপাশি সত্যিকারভাবে একটি সুসন্তান হিসাবে, সুনাগরিক হিসেবে সন্তানকে গড়ে তুলতে হবে। এই প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পালসহ শিক্ষকমন্ডলী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

(ঢাকাটাইমস/০২জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা