মাদারীপু‌রে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

​​​​​​​মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ১৭:১৬
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. সাজ্জাদ হাওলাদার (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন উভয় পক্ষের আরও জন। আহতদেরকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কয়ারিয়া ইউপির চর আলিমাবাদ গ্রামে ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিহত সাজ্জাদ হাওলাদার উপজেলার চর আলিমাবাদ গ্রামের কালু হাওলাদেরর ছেলে।

পুলিশ ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউপির চর আলিমাবাদ গ্রামের স্বপন হাওলাদারের সঙ্গে একই এলাকার হারুন হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে হারুন হাওলাদারের নেতৃত্বে মনির, দেলোয়ার আসাদ হাওলাদার তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্বপন হাওলাদারের লোকজনের উপর হামলা চালায়। এসময় তাদের বাধা দিলে উভয় পক্ষের জন আহত হয়। আহতদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত স্যানিটারি ব্যবসায়ী সাজ্জাদ হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয় স্বপন হাওলাদারের চাচা আবদুল হক হাওলাদার বলেন, 'হারুন হাওলাদারের নেতৃত্বে তার লোকজন হামলা চালিয়ে সাজ্জাদ হাওলাদারকে গুরুতর আহত করে। পরে সাজ্জাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা হামলাকারীদের বিচার চাই।'

বিষয়ে অভিযুক্ত হারুন হাওলাদারের কাছে জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।

ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ মামুন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হাওলার মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রাখা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/পিস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা