ইউটিউবে শিখে সফল ফ্রিল্যান্সার ফারুক, স্বপ্ন দেখাচ্ছে বেকার তরুণদের

​​​​​​​জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১৮:৫৬
অ- অ+

ক্যারিয়ার হিসেবে স্মার্ট পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেক আগে থেকেই এটি লাভজনক পেশা। একটি ল্যাপটপ আর হাইস্পিড ইন্টারনেটকে পুঁজি করে দুর্গম গ্রামে বসেও এ পেশার মাধ্যমে লাখ টাকা আয় করা সম্ভব। ফলে তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা এ পেশায় বেশি বেশি ঝুঁকছে।

তেমনই এক যুবক জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের মো. ফারুক হোসেন।

প্রত্যন্ত গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ফারুক হোসেন গ্রামের কে.জি.এস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি শেখ কামাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে হাজরাবাড়ী সিরাজুল হক অনার্স কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক পাস করেন।

তার বাবার নাম মো. আব্দুর রশিদ। তিনি পেশায় একজন সাধারণ কৃষক। পাঁচ ভাই বোনের মাঝে সবার ছোট ফারুক হোসেন এবং একমাত্র ছেলে সন্তান।

২০২০ সালে ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রথম জানার পর গুগল এবং ইউটিউব ঘেটে কিছু বিষয় রপ্ত করেন।

বর্তমানে তরুণ ফ্রিল্যান্সার ফারুক হোসেন বিভিন্ন স্কিল অর্জন করে হয়েছেন বাংলাদেশ সরকার অনুমোদিত একজন সফল ফ্রিল্যান্সার তার মাসিক আয় গড়ে দুই হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখের সমপরিমাণ।

মো. ফারুক হোসেন কাজ করছেন Search Engine Optimisation(SEO), Lead generation, Social media marketing হিসেবে। প্রতিনিয়তই চেষ্টা করছেন নতুন কিছু শিখার।

এ প্রসঙ্গে মো. ফারুক হোসেন বলেন, ‘শুরুতে কোনো কিছু বুঝতাম না। গুগল ইউটিউব ঘেঁটে শিখতে লাগলাম। সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি হতে লাগল। এখনকার মতো তখন এত কোর্সের ব্যবস্থাও ছিল না। অনেক ইচ্ছে ছিল ওয়েব-ডেভেলপমেন্টের ওপর কাজ করব। সেটাতে খুব বেশি সফলতা না আসায় ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কাজ করতে থাকি। এরপর পর্যায়ক্রমে এসইওর কাজ শিখে এগোতে থাকি।

নিজে আয় করার পাশাপাশি তরুণদের বেকারত্ব দূর করার স্বপ্ন দেখাচ্ছেন ফারুক। তিনি মনে করেন, দেশের চাকরির বাজারে ঘুরে হতাশ না হয়ে ফ্রিল্যান্সিং করে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিকে একধাপ এগিয়ে নেওয়া সম্ভব।

ফারুক হোসেন বলেন, ফ্রিল্যান্সিংয়ে মূলত বিদেশি কোম্পানি ক্রেতা-বিক্রেতার সঙ্গে কাজ করতে হয়। সে ক্ষেত্রে ইংরেজি দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ফ্রিল্যান্সিংয়ে সফল হতে ধৈর্যশীল হতে হবে। কারণ ফ্রিল্যান্সিং করে রাতারাতি কোটিপতি হওয়ার কোনো সুযোগ নেই। ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং ভাষাগত দিকসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বলেন, ভাষাগত দক্ষতার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতার জন্য ফ্রিল্যান্সারদের দেশের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম ডিগ্রি পাস থাকা উচিত। এতে ফ্রিল্যান্সিং জগতের দক্ষতা সহজ হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া সম্ভব হবে।

(ঢাকাটাইমস/১২জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা