সালথায় পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ১১:৪০| আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:২৯
অ- অ+

ফরিদপুরের সালথায় দাম নিয়ন্ত্রণে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে উপজেলার ঠেনঠেনিয়া বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় ক্রয়-বিক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স হায়দার ট্রেডার্স, মেসার্স মোল্লা ট্রেডার্স ও মেসার্স শরিফ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবরে পেঁয়াজ মণপ্রতি ৩৭০০-৩৮০০ টাকা দরে বিক্রি হয়, যা গতকাল ছিল ৪১০০-৪২০০ টাকা। মণপ্রতি পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা কমেছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান চলাকালে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং আড়ত ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা