সালথায় পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

ফরিদপুরের সালথায় দাম নিয়ন্ত্রণে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে উপজেলার ঠেনঠেনিয়া বাজারে এ অভিযান চালানো হয়।
এ সময় ক্রয়-বিক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স হায়দার ট্রেডার্স, মেসার্স মোল্লা ট্রেডার্স ও মেসার্স শরিফ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানের খবরে পেঁয়াজ মণপ্রতি ৩৭০০-৩৮০০ টাকা দরে বিক্রি হয়, যা গতকাল ছিল ৪১০০-৪২০০ টাকা। মণপ্রতি পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা কমেছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযান চলাকালে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং আড়ত ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

মন্তব্য করুন