মিরপুর-১০ নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৪:২৯| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৫:৪১
অ- অ+

রাজধানীর মিরপুরে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দিয়েছে, যা ওপরে থাকা ওভারব্রিজেও ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সেখানে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল। দুপুর একটার পর তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দেয়। পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে। এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুনরায় বিভিন্ন অলিগলি দিয়ে সেখানে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। একপর্যায় পুলিশ সেখান থেকে পিছু হাটে।

এই প্রতিবেদ লেখা পর্যন্ত মিরপুর-১০ নম্বর গোল চত্বর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা।

এদিকে ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এ কর্মসূচি ঘিরে সকালে উত্তরায় প্রথম সংঘর্ষ শুরু হয়। এরপর রাজধানীজুড়ে তা ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাজধানীর বসুন্ধরা, রামপুরা, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পুরানা পল্টন ও গুলিস্তান, ধানমন্ডি এলাকায় সংঘর্ষ হয়েছে।

এর আগে বুধবার রাজধানীসহ সারাদেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিয়াম নামে এক তরুণ যাত্রাবাড়ীতে মারা যান। মঙ্গলবার দেশব্যাপী সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এএইচ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় বিভাগে কমবেশি বৃষ্টির আভাস, বাড়বে শুক্রবার
নোয়াখালীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই 
২০২০ সালের ১২ জুন এবং একজন আসিফ নজরুল
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা