রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ০৯:৫৪
অ- অ+

রাজবাড়ীতে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সি এক কিশোরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বুধবার রাতে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম বিষয়‌টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কিশোর রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

জানা যায়, গত সোমবার (২৯) জুলাই বিকালে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় অভিযুক্ত কিশোর শি‌শু‌টিকে চকলেট দেওয়ার কথা বলে এক‌টি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ ক‌রে। পরে শিশুটি বাড়িতে এসে বিষয়টি জানায়। মঙ্গলবার শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান জানান, অ‌ভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই শিশুটির ডাক্তারি প‌রীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা