কোটা সংস্কার আন্দোলনে আহত এক কিশোরের মুত্যু

কোটা সংস্কার আন্দোলনে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার নাম মোহাম্মদ ইমন (১৭)। তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে শনিবার ভোরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইমন। নিহত এই কিশোর কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে। ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এপর্যন্ত সারা দেশে অন্তত ২১১ জনের মৃত্যু হলো।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এএইচ/ইএস)

মন্তব্য করুন