খুলনার শিববাড়ি চত্বরে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ কর্মসূচি পালন
খুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৩:১২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে খুলনা নগরীর শিববাড়ী মোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীসহ সকল পেশার সাধারণ মানুষ। শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনাও রয়েছে তাদের।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিভোক্ষ সমাবেশের এ তথ্য জানায় শিক্ষার্থীরা।
খুলনা থেকে দূরপাল্লা বাস চলাচল বন্ধ রয়েছে, পাশাপাশি শপিং মলসহ দোকান পাট বন্ধ রয়েছে।
(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)