ওবায়দুল কাদেরকে কি সরানো হবে? জল্পনায় আরও যেসব নাম
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং দলের বাইরেও ওবায়দুল কাদেরকে সরানোর দাবি উঠেছে। চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না বলে দলের একাধিক সূত্র জানাচ্ছে।
ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক একাধিক নেতার সঙ্গে আলাপে তারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওপর ক্ষোভ ঝাড়েন। বলেন, ওবায়দুল কাদের একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল ও সরকারকে ঝুঁকিতে ফেলেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার মধ্যে অন্যতম দাবি ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্ত্রিত্ব ও দলের পদ থেকে পদত্যাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ।
ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বও এ বিষয়ে চিন্তাভাবনা করছে বলে দলটির নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলছিলেন, আওয়ামী লীগ সভাপতি ওবায়দুল কাদেরকে সরিয়ে দেওয়ার বিষয়ে ভাবছেন। সেক্ষেত্রে ওবায়দুল কাদেরকে সভাপতিমণ্ডলীর সদস্য করে অন্য কাউকে তার স্থলে দায়িত্ব দিতে পারেন।
একইসঙ্গে সংকটময় পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের যে ভূমিকা, তাও সরকারের কাছে ইতিবাচক নয়। মূলত, তাদের কিছু কাজের কারণে এখন প্রধানমন্ত্রীকে পুরো দায় নিতে হচ্ছে।
সচিবালয়ে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ‘প্রয়োজন হলে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন...আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা (পদত্যাগ) করব যদি প্রধানমন্ত্রী মনে করেন।’
আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, কেবল কয়েকজন মন্ত্রীর ভূমিকাই নয়, দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার ভূমিকা নিয়েও ভাবছে ক্ষমতাসীন দলটির শীর্ষ মহল।
স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থান জানানোর পর জল্পনা চলছে অন্যদের নিয়েও। তারাও কি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো করে ভাবছেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কি পদত্যাগ করবেন?
দেশের সংকটময় পরিস্থিতির মধ্যে সাধারণের মনে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। রাজধানীর শাহজাহানপুর এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ বলেন, ‘‘আন্দোলন ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আজকের পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী।’’
আন্দোলনকারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে তার পদত্যাগ করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের তৃণমূল এ কর্মী।
দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে এবং ছাত্রদের শান্ত করতে ওবায়দুল কাদেরসহ কয়েকজনের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত বলে মনে করেন সিরাজ মিয়া নামে এক রিকশাচালক।
রাজধানীর মগবাজার এলাকায় প্রতিবেদককে বলেন, ‘আজকে দেশের এই পরিস্থিতির জন্য দায় কাদের? আর আমাদের আয়-উপার্জন কমে না খেয়ে মরার দশা। দেশের ভালোর জন্য মানুষের ভালোর জন্য উনাদের পদ ছাড়তে অসুবিধা কোথায়?’
(ঢাকাটাইমস/০৪আগস্ট/ডিএম)