জাবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৭:৫২ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৭:৪৬

শেখ হাসিনার পদত্যাগ ও স্বৈরাচারের পতন হওয়ায় বিজয় মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।

এসময় সংসদ ভেঙে দেওয়ার সংবাদে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ-নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। একই সাথে দেশে ছাত্রলীগসহ সকল ধরনের ছাত্ররাজনীতি বন্ধ করার ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিব বলেন, শিক্ষার্থীদের অনেক ত্যাগের বিনিময়ে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই আমাদের সকলেরই দায়িত্ব এই সফলতা ধরে রাখা। সেই সঙ্গে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেনাশাসন চাই না। তাই দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এ দাবির সঙ্গে একমত পোষণ মিছিলে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তিনি বলেন, সারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর শুধু পদত্যাগ করলেই হবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যাদের নির্দেশে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল তাদের প্রত্যেকেরই বিচার করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা আরও জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে। কেন্দ্রীয় জাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের হামলার সঙ্গে শিক্ষক, ছাত্রলীগসহ যারা জড়িত ছিলেন সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

(ঢাকা টাইমস/০৬আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :