জামালপুরে ভারতে অনুপ্রবেশকালে ২১ বাংলাদেশি আটক

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ১৫:৩২| আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৫:৫২
অ- অ+

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২১ বাংলাদেশিকে আটক করেছে আনসার সদস্যরা।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলকোনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লীর পাহারা দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলকোনা এলাকায় পাহারা দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ২১ বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে আটক করা হয়। নিরাপত্তাজনিত কারণে রাতেই স্থানীয় সাতানীপাড়া বিজিবি ক্যাম্পে তাদের রাখা হয়। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন।

ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে হস্তান্তর করি।

সাতানীপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/১০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা