জামালপুরে ভারতে অনুপ্রবেশকালে ২১ বাংলাদেশি আটক

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২১ বাংলাদেশিকে আটক করেছে আনসার সদস্যরা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলকোনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লীর পাহারা দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলকোনা এলাকায় পাহারা দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ২১ বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে আটক করা হয়। নিরাপত্তাজনিত কারণে রাতেই স্থানীয় সাতানীপাড়া বিজিবি ক্যাম্পে তাদের রাখা হয়। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন।
ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে হস্তান্তর করি।
সাতানীপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/১০আগস্ট/এসএ)

মন্তব্য করুন