হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী নৌবাহিনীর হেফাজতে

হাতিয়া উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলীকে আটকের পর হেফাজতে নিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। এসময় মোহাম্মদ আলীর সঙ্গে স্ত্রী আয়েশা ফিরদাউস ও ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমি সঙ্গে যান।
নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একদল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে শনিবার দিবাগত রাত আনুমানিক চারটার দিকে তাকে হেফাজতে নেন।
নৌবাহিনী হাতিয়া ক্যাম্পের কমান্ডার মুশফিকুর রহমান বলেন, হাতিয়ার আইনশৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মোহাম্মদ আলীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রাম পাঠানো হবে। তবে মোহাম্মদ আলীর স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।
এই বিষয়ে মোহাম্মদ আলীর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানান, নৌবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছেন। রাতে নৌবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে এলে তিনি তাদের সঙ্গে চলে যান।
উল্লেখ্য, মোহাম্মদ আলী দ্বাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী -৬ হাতিয়া থেকে আওয়ামী লীগ সমর্থিত এমপি নির্বাচিত হন। তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ থেকে এই দম্পতি হাতিয়ার নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের দাবিতে গত শুক্রবার বিক্ষোভ মিছিল করেছিল উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
(ঢাকাটাইমস/১১আগস্ট/ডিএম)

মন্তব্য করুন