যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশ থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ হয়েছে। সেসব দেশ থেকে সহযোগিতার আশ্বাসও মিলেছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বলেন উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শক্তিশালী রাষ্ট্রগুলোর সবার সঙ্গেই যোগাযোগ করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। যে লক্ষ্যে অভ্যুত্থান এবং পালাবদল হলো, সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি দেখভাল করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/কেএম)