শেখ হাসিনার সঙ্গে ফোনকল: বরগুনায় আ.লীগ নেতা জাহাঙ্গীর আটক
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার ভোর পৌনে ৬টার দিকে বরগুনার আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে আটক করে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা বা বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে জাহাঙ্গীরকে আটকের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি।
এর আগে গত সোমবার নিজ বাড়িতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেই ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত মানুষজন শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে ‘আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা আপনার সঙ্গে আছি।’
এসময় শেখ হাসিনাকে বলতে শোনা যায়- ‘আমি ঘাবড়াবো কেন। আমি ভয় পাই না। আপনারা দেখছেন আমাদের পুলিশবাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। দেশের মানুষের জন্য আমি কাজ করেছি। আপনারা যেভাবে আছেন থাকেন।’
এসময় শেখ হাসিনাকে ছাত্র-জনতা হত্যার বিচারের দাবি জানাতেও শোনা যায়।
উল্লেখ্য, ক্ষুব্ধ জনরোষের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা ও বেশ কয়েকজন সঙ্গী। অন্য কোনো দেশে আশ্রয়ের নিশ্চয়তা না মেলা পর্যন্ত আপাতত ভারতেই অবস্থান করবেন শেখ হাসিনা। দেশটির সরকারও তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমআর)