এবার চাঁদপুরে সাবেক সচিব শাহ কামালের ৫ তলা বাড়ির সন্ধান

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৪, ১৭:০৬| আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২৩:৩২
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের নিজ জেলা চাঁদপুরেও একটি পাঁচতলা বাড়িসহ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। চাঁদপুর শহরের বন বিভাগ সড়কের খলিশাডুলি গ্রামে ১০ ইউনিটের পাঁচতলা ভবনসহ তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ শতাংশ। বাড়িটি পৌরসভার মধ্যে হলেও এর হোল্ডিং নম্বর পাওয়া যায়নি। শনিবার দুপুরে গিয়ে ওই বাড়ির সামনে নামফলকও পাওয়া যায়নি।

শাহ কামালের বাড়ির উত্তরে আছে মো. নুরুজ্জামান নামের এক ব্যক্তির বাড়ি। দক্ষিণে মো. আবুল বারী মিঞা ও শাহিনা আক্তারের বাড়ি। ওই বাড়ির পৌরসভার হোল্ডিং নম্বর ৯৯৭/৫। পূর্ব দিকে চাঁদপুর বন বিভাগের কার্যালয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে তার দুটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। চাকরি থেকে অবসরে যাওয়ার পর প্রায় সময় তিনি গ্রামের বাড়ি চাঁদপুরে এসে থাকতেন। সর্বশেষ চার দিন আগে রাতে গাড়ি নিয়ে বাড়ি ঘুরে যান তিনি। একটি দরিদ্র পরিবার তার বাড়িটি দেখাশোনার দায়িত্বে রয়েছে।

স্থানীয় খলিশাডুলি গ্রামের বাসিন্দা মজিদ পাটওয়ারী। তার বাবা ও আত্মীয়দের কাছ থেকে সম্পত্তি কিনেছে শাহ কামাল পরিবার।

মজিদ পাটওয়ারী বলেন, ‘প্রায় ২০ বছর আগে এই সম্পত্তি কিনেছেন শাহ কামাল ও তার ভাই মাজহারুল আলম। তবে সর্বশেষ তিনি এসব সম্পত্তি নিজের ও স্ত্রীর নামে লিখে নিয়েছেন। কিছুদিন আগে পাশের একটি জমিও কিনেছেন তার স্ত্রীর নামে। বাড়ি নির্মাণ করার সময় আমি তার বাড়ি মাটি দিয়ে ভরাট করে দিয়েছি। ওই ভরাটের আড়াই লাখ টাকা বিল দিয়েছেন সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ। সাবেক সচিবের কাছে আমি এখনো সাড়ে ৫ লাখ টাকা পাব।’

স্থানীয় ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘চার দিন আগে রাত ১০টার দিকে বাড়িতে আসেন তিনি। আমি তার কালো রঙের গাড়ি থামিয়ে চা খাওয়াতে বলি। পরে আসবেন বলে ঢাকায় চলে যান। তার এই বাড়িটির নির্মাণকাজ ও সবকিছু সামলাতেন মিজানুর রহমান নামের এক ঠিকাদার।’

খলিশাডুলি গ্রামের জিতু পাটওয়ারীর ছেলে জাহাঙ্গীর পাটওয়ারী বলেন, ‘তিনি খুবই প্রভাব দেখাতেন এলাকায় এলে। পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদের সঙ্গে সখ্য থাকার কারণে সড়কটিও খুব দ্রুত সময়ের মধ্যে পাকা করেছেন। তার পাঁচতলা ভবনটি ২০১৬ সালে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাছে ভাড়া দেন। সমিতি তাকে মাসে ৭০ হাজার টাকা ভাড়া পরিশোধ করত। ওই অফিস চলে যাওয়ার পর এখন বাড়িটি খালি পড়ে আছে।’

সচিব শাহ কামালের বাবার নাম মো. মোজাহেরুল হক। গ্রামের বাড়ি জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের কাপাইকাপ গ্রামে। আট ভাই-বোনের মধ্যে কামাল তৃতীয়। গ্রামের বাড়িতে থাকেন তার বড় ভাই ডা. শাহজাহান। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বক্তব্যের জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বক্তব্যের জন্য সাবেক সচিব মো. শাহ কামালের ব্যক্তিগত তিনটি নম্বরে ফোন দেওয়া হয়। তবে তিনটি নম্বরই বন্ধ পাওয়া যায়। যে কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা