সাবেক ব্যাংকার রাশেদ মাকসুদ হচ্ছেন বিএসইসির নতুন চেয়ারম্যান
সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হাল ধরতে চলেছেন।
তাকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ রবিবার বা সোমবার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা নিশ্চিত করেছেন।
খন্দকার রাশেদ মাকসুদ বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা।
এর আগে বিএসইসির চেয়ারম্যান হিসেবে গত ১৩ আগস্ট বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজকে নিয়োগ দেওয়া হয়।
তবে তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সখ্যের অভিযোগ ওঠে। পাশাপাশি তার বিষয়ে বিএসইসির কর্মকর্তারাও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আপত্তি জানান। তবে তারা পরে আপত্তি প্রত্যাহারও করে নেন।
এমন পরিস্থিতিতে শনিবার মাসরুর রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের অপারগতা প্রকাশ করেন। এরপরই বিএসইসির নতুন চেয়ারম্যান খোঁজা শুরু করে অর্থ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সাবেক ব্যাংকার রাশেদ মাকসুদ বিএসইসির হাল ধরতে যাচ্ছেন।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/ডিএম)