ডিএমপির সাবেক ডিসি মশিউর ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগ্নি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

আলোচিত ডিবি কর্মকর্তা মশিউর ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারি গুড সার্ভিসেস ব্যাচ’ দেয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান। শেখ হাসিনা সরকারের পতনের পর দাপুটে এই পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত: হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিমান্ড শেষে সুলতান মনসুর ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর কারাগারে 

আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫৪ আইনজীবী 

৩ দিনের রিমান্ডে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ 

হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী সেলিম ৩ দিনের রিমান্ডে

কারাগারে সালাম মুর্শেদী, কাউন্সিলর এনামুল ৫ দিনের রিমান্ডে

রিকশা চালক হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :