সৈয়দপুরে সিরাত মাহফিল ও কর্মী সমাবেশ
নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে সিরাত মাহফিল ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম, বোতলাগাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আনিছুর রহমান মন্টু, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আফজাল বিন উজির, পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোজ্জামেল হোসাইন, ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সোনাখুলী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহম্মেদ আলী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আকতারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রিয়াজুল ইসলাম রকি।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজে)