জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ‘দাঁত ভাঙ্গা কালু’ ও তার তিন সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি কালু ওরফের দাঁত ভাঙ্গা কালুকে তার তিন সহযোগীসহ আটক করেছে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত অপর তিন মাদক কারবারি হলেন, মো. জসীম মুন্সী (৩৯), মো. নুরুদ্দিন ও মো. জীবন (২২)।

শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য জানান।

তিনি জানান, শনিবার বেলা ১১ টার দিকে মোহাম্মদপুর থানার ৬৫/জি বাঁশবাড়ি মেইন রোডস্থ নজরুল অটোমোবাইল ওয়ার্কসের সামনে থেকে দাঁত ভাঙ্গা কালুকে ১০৫ পিস ইয়াবাসহ, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের রাজমহল কসমেটিকস দোকানের সামনে থেকে জসীম মুন্সিকে ১০০ গ্রাম গাজাসহ ও জেনেভা ক্যাম্পস্থ আসলাম মাংস বিতানের সামনে থেকে নুরুদ্দিন ও জীবনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা