বাফুফে নির্বাচন নিয়ে তাবিথের সংবাদ সম্মেলন আজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬
অ- অ+

বাফুফের সভাপতি পদের জন্য নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন, এমন ঘোষণার পর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে সংগঠনটির নির্বাচন নিয়ে। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন।

গত সপ্তাহে ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন বাফুফে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর পর থেকেই ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা তাবিথ আউয়াল কবে ঘোষণা দিচ্ছেন নাকি নির্বাচন করছেন না? সেই জল্পনার অবসান ঘটছে। আজ (সোমবার) বিকালে রাজধানীর এক হোটেলে তাবিথ আউয়াল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। তাবিথ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন। ২০২০ সালের নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পেয়েছিলেন। পুনঃনির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন।

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। বাফুফে সভাপতি কে হচ্ছেন এ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ অনেক। আগামীকালের সম্মেলনে তাবিথ বাফুফে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করতে পারেন। এরপর বাফুফে নির্বাচন নতুন মোড় নিতে পারে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাফিক ইন-সার্ভিস সেইফ ড্রাইভিং কোর্সের উদ্বোধন
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি ও মোটরসাইকেল
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১০ ইউনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা