বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা নয়, রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আহত-নিহতের পরিবারকে পুনর্বাসনের কথা বলা হয়েছে।

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি হয় মঙ্গলবার। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট রায়হান আলম। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, নিহতদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না, সব আহতকে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের দেওয়া মাসিক সুবিধার সমপরিমাণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা