বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা নয়, রুল জারি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আহত-নিহতের পরিবারকে পুনর্বাসনের কথা বলা হয়েছে।
চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি হয় মঙ্গলবার। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট রায়হান আলম। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, নিহতদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না, সব আহতকে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের দেওয়া মাসিক সুবিধার সমপরিমাণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

মন্তব্য করুন