টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কাহারতা গ্রামে (তার বোনের বাড়ি) এ ঘটনা ঘটে। নিহত রায়হান শিপন উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মো. নূরু মিয়ার ছেলে। তিনি এবি ব্যাংকের সখীপুর উপশাখার সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
জানা যায়, রায়হান বুধবার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎচালিত পাম্প চালু করার সময় অসাবধানতায় পাম্পের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন।
এ সময় বাড়ির লোকজন তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রায়হান শিপনকে মৃত ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন