উত্তরার কিংফিশারে অভিযানে জব্দ ২ কোটি টাকার মাদক

রাজধানীতে মদ-বিয়ারের গুদাম মিলল সেপটিক ট্যাংকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩০| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৬
অ- অ+

রাজধানীর উত্তরার জমজম টাওয়ার-সংলগ্ন ১৩ নম্বর সেক্টরের কিংফিশার বারে অভিযান চালিয়ে ভবনের নিচতলার একটি বৃহৎ সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

শুক্রবার দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ তথ্য জানান।

শামীম আহম্মেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)

অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) ২৬ সদস্যের একটি দল কিংফিশার বারে অভিযান চালায়। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা অভিযানে কিংফিশারের ভবনের নিচতলার বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার বিদেশি মদ জব্দ করা হয়। এগুলোর মূল্য প্রায় দুই কোটি টাকা।

অভিযানে মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) মো. আলমগীর কবির (৪০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা করে উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ বিষিয়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ডিএনসির অভিযানের বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে আটক করায় স্থানীয লোকজন আনন্দ উল্লাস করে।

ডিএনসির ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএম/মোআ )

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা