ডিবির সহকারী কমিশনার ইফতেখার তিন দিনের রিমান্ডে

রাজধানীর বাড্ডা থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুমন সিকদার হত্যা মামলায় ডিবি পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিকালে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম খান তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এরআগে গত ২৯ সেপ্টেম্বর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই বাড্ডার প্রগতি স্মরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/ইএস)

মন্তব্য করুন