বালুবোঝাই বলগেটের ধাক্কায় ভাঙল নির্মাণাধীন ফুটবেইলি সেতু

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১৫:২১| আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫:৫১
অ- অ+

শরীয়তপুরে বলগেটের ধাক্কায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি ফুটবেইলি সেতু ভেঙে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বলগেটসহ দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।

বুধবার সকালে শরীয়তপুরের নড়িয়া বাজারসংলগ্ন কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুটবেইলি সেতুতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাত বছর ধরে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন রয়েছে ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ। গত বছর ডিসেম্বর মাসে পুরনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা থাকলেও জনসাধারণের হাঁটার সড়ক স্বাভাবিক রাখতে নদীর ওপর নির্মাণ করা হচ্ছিল এই বেইলি সেতু।

বুধবার সকাল ৯টার দিকে একটি বালুভর্তি বলগেট ফুটবেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিয়ারে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেতুর উপরে কর্মরত এক নির্মাণশ্রমিক আহত হন।

এ ঘটনায় স্থানীয়রা বলগেটের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামের দুজনকে আটক করে নড়িয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বলগেটটি জব্দ করেছে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা