মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল খালাস প্রক্রিয়া চলছে। পাশাপাশি পাসপোর্ট যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আজ সারাদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে তাদের ছুটির বিষয়টি আমাদেরকে জানিয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্র্যাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউজে কাজ চলবে।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/পিএস)
মন্তব্য করুন