বিএনপিকর্মী মকবুল হত্যা মামলা
সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন

দুই বছর আগে বিএনপিকর্মী মকবুলের মৃত্যুর মামলায় সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাচান এই রিমান্ড আবেদন আদালতে পাঠিয়েছেন।
দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির উপস্থিতিতে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।
এর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তার আগেই ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর করা হয়। পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সেই মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় এজাহারনামীয় আসামি সাবের হোসেন চৌধুরী। তিনি আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এজে)

মন্তব্য করুন