ট্রাফিক আইন অমান্য: ঢাকায় এক দিনে ৪০ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা, ১০১৭ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ১০১৭টি মামলায় ৪০ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. তালেবুর রহমান এ তথ্য জানান।
জরিমানা ও মামলার পাশাপাশি অভিযানকালে ২২৪টি গাড়ি ডাম্পিং ও ৭০ টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানান তিনি।
তালেবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।'
(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএম/এমআর)

মন্তব্য করুন