ঢাকার বাতাস এখন যাদের জন্য অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩৫
অ- অ+
ফাইল ফটো

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় এখন নবম অবস্থানে রয়েছে ঢাকা।

বুধবার বেলা ১১টা ২০ মিনিটে শহরটির স্কোর দেখা যায় ১২২, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

তালিকায় এখন শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির স্কোর ৩৩৩ এবং বায়ুমান ‘দুর্যোগপূর্ণ’।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এসব তথ্য উঠে এসেছে।

তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়াদিল্লি। শহরটির স্কোর ১৭৩ এবং বায়ুমান ‍‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং, স্কোর ১৫৬।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, স্কোর ১৫৩; পঞ্চম পাকিস্তানের করাচি, স্কোর ১৫১; ষষ্ঠ ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৪২; সপ্তম উজবেকিস্তানের তাশখন্দ, স্কোর ১৩৯; অষ্টম ভিয়েতনামে হ্যানয়, স্কোর ১২৫; নবম ঢাকা; ১০ম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাশা, স্কোর ১১৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা